অন্য আমি

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

আইরিন
  • ১০
  • ৭০
ক্রমশ পিছিয়ে হাটছি, তোর সঙ্গ হতে।
আজকাল বৃষ্টি এলেও,
মনের মধ্যে ভালোবাসা জাগেনা।
পানসে অনুভূতিতে ডুবছি প্রতিনিয়ত,
কান্নার রেশও চোখে ভাসেনা।

বিচ্ছিরিভাবে বাচলেও,
আমি কিন্তু মানিয়ে নিয়েছি বেশ।
পুরোনো অভ্যাসের তালিকায় তুই না থাকলে কী হবে।
আমতো আগের মতোই বাচি,
খুব সাদাসিধে।

ভাঙ্গা মন নিয়ে, খুব জড়োসড়ো হয়ে গেছি,
যার তার কাছে ঘেষিনা,
ভয় হয়, পাছে সেও যদি মন ভাঙ্গে
তোর মতোন করে।

একজনকে ছাড়া আর একজন বাঁচে।
থেকে যায় ক্ষতের দাগ,
বুকের ঠিক মাঝখানটায়।
রোজকার নিয়মে না হলেও,
মাঝে মাঝে ক্ষতটা জ্বালায়,
ব্যাথায়, যন্ত্রণায়।

জীবনকে ঘিরে আমার কত অভিমান জানিস?
মধ্যোরাতে, বৃষ্টিতে, জোৎস্নায়,
আমি একাকিত্বের যন্ত্রণায় পুড়ি।
তোর ছলনার অনলে,
হৃদয়ে চলে মৃত্যুর আহাজারি।

তবুও চলছে দ্যাখ,
বিচ্ছিরিভাবে বাচার লড়াই।
আমিতো বাচবোই, নতুন কারও হয়ে,
যেমনভাবে বাচিস তুই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
obaidul haque suhan বিচ্ছিরিভাবে বাচলেও, আমি কিন্তু মানিয়ে নিয়েছি বেশ। পুরোনো অভ্যাসের তালিকায় তুই না থাকলে কী হবে। আমতো আগের মতোই বাচি, খুব সাদাসিধে। ????❤????
সেলিনা ইসলাম চমৎকার কবিতা। শুভ কামনা রইল।
আল মামুন ব্যাথাতুর অনুভূতির সাবলীল প্রকাশ। সুন্দর, শুভকামনা...
ভুঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক ভাল বলেছেন, মনের উপর যে স্বয়ং সৃষ্টিকর্তারও নিয়ন্ত্রন নেই...!!
নাজমুল হুসাইন আমিতো বাচবোই, নতুন কারও হয়ে, যেমনভাবে বাচিস তুই।ভালো লাগা রইলো।
Hasan ibn Nazrul ভাল বলেছেন।
Ahad Adnan চমৎকার, অনেক সুন্দর কবিতা। (ভোট দিতে যেয়ে দেখি অপশন বন্ধ)। শুভকামনা
নয়ন আহমেদ বিচ্ছিরিভাবে বাচলেও, আমি কিন্তু মানিয়ে নিয়েছি বেশ। ভালো লাগলো
পন্ডিত মাহী খুবই চমৎকার। কবিতায় গল্প বলা, শুরু আর শেষ করা সবাই পারে না। তবে বানানে অসর্তকতা আছে, "আমতো আগের মতোই বাচি"

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পৃথিবীর নিয়মে আমরা একে অন্যের দেওয়া আঘাতে কষ্ট পাই, মন ভাঙ্গে আমাদের। তবুও জীবন চলার পথ সাজিয়ে নিতে হয়, কষ্টের রেশ মনে থাকলেও, আবার চলতে হয় জীবনের নিয়মে।

০২ মে - ২০১৮ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪